You have reached your daily news limit

Please log in to continue


শির রাশিয়া সফর : শান্তি নাকি অশনিসংকেত

চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের আগে বিশ্বব্যাপী জল্পনা-কল্পনা হয়েছে বিস্তর। সফরের পর এখনো হচ্ছে। বিশেষ করে পশ্চিমা রাজনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা নানা দিক থেকে দেখতে চেষ্টা করেছেন। কেন গিয়েছেন, আন্তর্জাতিক অদূর ভবিষ্যতের বাণিজ্য, যুদ্ধ, দুদেশের সম্পর্কের মাত্রা কী হবে ইত্যাদি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

কিন্তু একটা বিষয় লক্ষ করার আছে। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে কোনো অগ্রগতি কেউ আশা করেনি। সাধারণত এমন যুদ্ধরত দেশে তৃতীয় কোনো দেশের শীর্ষ নেতার সফর থেকে আশা করা হয় শান্তির কোনো পয়গাম নিয়ে যাবেন। কিন্তু শি জিনপিংয়ের সফরের ব্যাপারে জগজিৎ সিংয়ের গাওয়া বহুলশ্রুত গানের প্রথম কলি ‘বেশি কিছু আশা করা ভুল’ ন্যাটোসহ সব দেশেরই মনে ছিল। তবে এই সফরের অনুঘটক যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (এবং তাইওয়ান) এতে কোনো সন্দেহ নেই। এ যুদ্ধ ঘিরে জড়িয়ে গেছে বিশ্বের বড় দেশগুলোর অর্থনৈতিক স্বার্থÑ অস্ত্র ও প্রভাব তৈরির প্রতিযোগিতা। তাই শান্তি নয়, বরং কলাকৌশলই যে দুই নেতার কাছে বড় বিষয় ছিল তা কে না বোঝে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন