You have reached your daily news limit

Please log in to continue


সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় অভিবাদন

এ দেশে এখনো একজন নারীকে প্রতিষ্ঠিত হতে গিয়ে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়। উচ্চশিক্ষিত হয়েও কর্মজীবনে প্রবেশ করার সুযোগ হয় না অনেক নারীর। সেখানে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার সুযোগ না পাওয়া নারীদের পক্ষে এগিয়ে যাওয়া আরও দুরূহ ব্যাপার।

এরপরও অনেকে আছেন, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে পথচলা শুরু করেন। কষ্ট করে চালিয়ে যান পড়াশোনা। এরপর হাল ছেড়ে না দিয়ে নিতে থাকেন একের পর এক উদ্যোগ। একপর্যায়ে আসে সফলতা। ভূমিকা রাখেন সামাজিক উন্নয়নেও। হয়ে ওঠেন সবার জন্য অনুসরণীয়।

তেমনই একজন নারী সাতক্ষীরার দেবহাটা সদর গ্রামের মেয়ে শম্পা গোস্বামী (৪১)। বাল্যবিবাহের শিকার হওয়া এই নারী পরবর্তী জীবনে যা করে দেখিয়েছেন, তা এককথায় অভাবনীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন