You have reached your daily news limit

Please log in to continue


বাংলা ভাষা ও তথ্যপ্রযুক্তি : আমরা কতটা সমন্বয় করতে পারছি

৭১ বছর আগে আমাদের মুখের ভাষা বাংলা রক্ষায় ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাতৃভাষা বাংলার জন্য একমাত্র বাঙালি জাতি লড়াই করেছে। সর্বপ্রথম রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করার ইতিহাস পৃথিবীতে কেবল বাঙালি জাতিরই রয়েছে। তাদের রক্তের বিনিময়ে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ বর্তমানে বাংলা ভাষায় কথা বলে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দিতে পারছি না। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ এখনো সর্বজনীন নয়। বিদেশি ভাষার সংমিশ্রণে বাংলা আজ অন্য রূপ নিচ্ছে। এ জন্য আমরা শিক্ষিত সমাজই দায়ী। আমাদের মাধ্যমেই প্রভাবিত হয়ে অন্যরাও বিকৃত ভাষায় মনযোগী হচ্ছে। এদিকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে বাংলিশ নামের কথিত একটি ভাষার জন্ম হয়েছে। তবে আশার কথা হচ্ছে, এই প্রযুক্তি আছে বলেই এক ঝাঁক উদ্যমী মানুষ বাংলা ভাষা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাদের প্রতিও আমি শ্রদ্ধা-জ্ঞাপন করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন