You have reached your daily news limit

Please log in to continue


ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধা

আজ (মঙ্গলবার) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা লিটন দাসও মাতৃভাষা দিবসকে স্মরণ করেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন