You have reached your daily news limit

Please log in to continue


বন্ধুসুলভ নহে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম অংশের ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণকাজ বন্ধ থাকা শুধু হতাশাজনক নহে, বিস্ময়করও বটে। বিষয়টা হতাশাজনক কারণ, বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই প্রকল্প বাস্তবায়নে ভারতীয় বাধা এমন এক সময়ে আসিয়াছে, যখন দুই দেশের সরকার পর্যায়ে বোঝাপড়া অত্যন্ত চমৎকার বলিয়া দাবি করা হয়। দুই দেশের সরকারই প্রায়শ দাবি করিয়া থাকে- তাহারা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্ব চর্চা করিতেছে।

উপরন্তু বাংলাদেশও এহেন বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ইতোমধ্যে উহার নিকট ভারতের প্রায় সকল প্রত্যাশাই পূরণ করিয়াছে; যেগুলির মধ্যে রহিয়াছে ভারতের মূল ভূখণ্ডের সহিত উত্তর-পূর্ব রাজ্যসমূহের সহজ যোগাযোগের স্বার্থে ট্রানজিট প্রদান এবং ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করিতে না দিবার ন্যায় স্পর্শকাতর বিষয়।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন