সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কী

দেশ রূপান্তর জাকির হোসেন প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪

সংসদে সংরক্ষিত মহিলা এমপি লুৎফুন নেছা বক্তব্য দিচ্ছিলেন। ২০১৭ সালে সংসদের এক অধিবেশনে লিখিত বক্তব্য পাঠ করছিলেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন, সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। শিশুর মতো অশুদ্ধ উচ্চারণ ও আঞ্চলিক ভাষায় পটুয়াখালীতে তার এলাকার সমস্যা তুলে ধরছেন তিনি। সংসদ টিভিতে অধিবেশনটি লাইভ প্রচার হচ্ছিল। তার বক্তব্য শুনে, অনেক সংসদ সদস্য হাসছিলেন। তবু তিনি একজন সংসদ সদস্য।


সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত বিধিমালা রয়েছে। এই আইনে যেকোনো শিক্ষাজ্ঞানসম্পন্ন বাংলাদেশি নাগরিক সংসদ সদস্য হওয়ার অধিকার রাখেন। অর্থাৎ একজন সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশীর নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। নিবন্ধিত মনোনয়ন পেলেই হয়, আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে পূর্বে অন্তত একটি সংসদ নির্বাচনে নির্বাচিত হতে হয় বা ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us