You have reached your daily news limit

Please log in to continue


অর্থ সংকটে প্রকল্প

চলমান অর্থ সংকটে শুধু বেসরকারি খাত নয়, সরকারের উন্নয়ন প্রকল্পও বাধাগ্রস্ত হচ্ছে। নানা কারণে সরকারের বেশির ভাগ প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়। সাধারণত মেয়াদ বাড়লে প্রকল্পের খরচও বাড়ে।

তবে এবার অর্থ সংকট প্রবল হওয়ায় সরকারের প্রকল্প ব্যয়ও অনেক বেড়ে যাবে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাবে আমাদের উন্নয়নের ধারাও ব্যাহত হচ্ছে।

সংকটকালীন প্রকল্পের ক্যাটাগরি ভাগ করায় অনেক প্রকল্পে বরাদ্দ কমানোর কথা রয়েছে। সেই সঙ্গে কৃচ্ছ্রসাধনের কারণেও কিছু প্রকল্প প্রয়োজনমতো বরাদ্দ পাচ্ছে না। জানা যায়, মেগা প্রকল্পগুলোয় বরাদ্দের কোনো সংকট সৃষ্টি হবে না। জনকল্যাণ ও দেশের সার্বিক অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে চলমান ‘বি’ ক্যাটাগরির প্রকল্পেও যেন বরাদ্দের সংকট সৃষ্টি না হয়, সেদিকেও দৃষ্টি দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন