You have reached your daily news limit

Please log in to continue


আড়াইহাজারে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতা ও সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, মামলায় উপজেলা বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল বেলা সোয়া একটার দিকে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপি মিছিল বের করলে পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়েন বিএনপির নেতা-কর্মীরা। এতে বিএনপির ১২ জন ও পুলিশের ৩ জন আহত হয়েছেন। ইয়াকুব (২৫) নামের এক তরুণকে আটক করা হয়েছে। তিনি আড়াইহাজার থানা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলমের ছোট ভাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন