You have reached your daily news limit

Please log in to continue


মাদক ব্যবসার টাকায় ৯ বাড়ি ঢাকায়

‘অসত্যের কাছে কভু নত নাহি শির,/ ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর’—ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর কুতুব উদ্দিন নিজের সম্পর্কে পোস্টারে এই উক্তি ব্যবহার করেছিলেন। নির্বাচনে ‘বীরের’ মতো টাকা খরচ করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ভক্ত’ এই কুতুব। তবে বিপুল ভোটে হারতে হয়েছে তাঁকে। নিজ এলাকা চট্টগ্রামের সাতকানিয়ায় কুতুবের পরিচয় ঢাকার ‘বড় আবাসন ব্যবসায়ী’। তবে পুলিশ বলছে, কুতুবের আসল পরিচয় আড়ালে থাকা বড় মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা করে গত এক দশকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ি করেছেন চারটি। এর মধ্যে দুটি বাড়ি নয়তলা, একটি দশতলা। 

কুতুবের মতোই ‘বড় ব্যবসায়ী’ হিসেবে পরিচিতি রয়েছে নুরুল ইসলামের। ২০০১ সালে টেকনাফ বন্দরে চুক্তিভিত্তিক দৈনিক মাত্র ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। চাকরি ছাড়েন ২০০৯ সালে। এর পরের ১৪ বছরে ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে তাঁর পাঁচটি বাড়ি হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন