You have reached your daily news limit

Please log in to continue


‘কবর’ থেকে ‘রাজনেত্র’, আরণ্যকের বিচিত্র পথচলা

মগবাজারের আহমেদ পরিবার গলির মাথায় একটি পাঁচতলা ভবন। তৃতীয় তলায় আরণ্যক নাট্যদলের মহড়াকক্ষ। রোববার সন্ধ্যায় দেখা গেল ভেতরে বেশ একটা সাজ সাজ রব। ব্যস্ত আরণ্যকের নবীন-প্রবীণ শিল্পীরা। মহড়াকক্ষে শিল্পীদের আসা-যাওয়া নিয়মিত ঘটনা হলেও এবারের কারণটা ভিন্ন। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী উৎসবের প্রস্তুতি নিচ্ছেন তারা। আয়োজন করেছে আট দিনের নাট্যোৎসব।

২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব আরণ্যকের নতুন-পুরোনো ৯টি নাটক মঞ্চস্থ হবে। সঙ্গে থাকছে সেমিনার, যন্ত্রসংগীত, প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন। যেখানে নবীন ও বর্তমানের নিয়মিত সদস্যদের পাশাপাশি যোগ দেবেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, তমালিকা কর্মকারের মতো তারকা শিল্পীরা। উৎসবের নাটকে অভিনয় করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন তমালিকা কর্মকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন