You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করতে হবে

বিএনপিসহ আন্দোলনরত সব জোটভুক্ত দলের নেতারা গত বছর থেকেই অভিযোগ করে আসছেন যে বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, কেউ কেউ বলছেন দেশ ধ্বংসের খাদের কিনারায় এখন অবস্থান করছে। ধ্বংস হওয়া এই দেশকে টেনে তোলা নাকি বেশ কষ্টের হবে। জোটভুক্ত এই দলগুলো তাই রাষ্ট্র মেরামতের একটি তত্ত্ব হাজির করেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুখে প্রতিদিনই কারো না কারো দেশ ধ্বংস হয়ে যাওয়া, শ্রীলঙ্কার মতো দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়া, ধ্বংসের বা খাদের কিনারায় পৌঁছে যাওয়ার কথা বক্তৃতা, বিবৃতি এবং টিভির টক শোতেও শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এর আরো বেশি খবরাখবর ভেসে বেড়াচ্ছে। বিদেশ থেকে অনেকেই অনলাইনে প্রতিদিন দেশের ভয়ানক পরিস্থিতির কথা প্রচার করছেন। নানা ‘তথ্য’ যুক্ত করে বলাও হচ্ছে যে দেশের সব কিছুই শেষ হয়ে গেছে। ব্যাংকে টাকা নেই, ডলার নেই—এ কথা তো গত তিন-চার মাস থেকে অবিরত বলা হচ্ছে।

দেশ থেকে টাকা প্রতিদিন পাচার হচ্ছে—এমন কথা বিদেশে বসেও অনেকে দিব্যি বলে যাচ্ছেন। নাম ও নেতাসর্বস্ব দলের অপরিচিত, কম পরিচিত নেতারাও এখন প্রতিদিন বক্তৃতা কিংবা টিভির টক শোতে দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন। ‘দেশ ধ্বংস হয়ে যাওয়ার’, ‘খাদের কিনারায় চলে যাওয়ার’ কথা এখন একটি নিত্যদিনের প্রচার-প্রচারণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এসব কথা যাঁরা প্রতিদিন উচ্চারণ করছেন, তাঁরা প্রমাণ হাজির করে দেশ ধ্বংসের কোনো নমুনা দেখাচ্ছেন না। টাকাপাচার, অর্থপাচার, লুটপাট ইত্যাদি নিয়েও তাঁদের বক্তব্য সুনির্দিষ্ট তথ্য-প্রমাণবিহীন। এককথায় গত্বাঁধা। অনেকটাই অভ্যস্ত বা গা-সওয়া বিষয় হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন