You have reached your daily news limit

Please log in to continue


উড়োজাহাজে হারানো ব্যাগ ফিরে পেলেন ৪ বছর পর

উড়োজাহাজ বা বিমানবন্দরে হরহামেশাই যাত্রীদের ব্যাগ হারানোর ঘটনা ঘটে। ২০২২ সালের প্রথম চার মাসে শুধু যুক্তরাষ্ট্রের উড়োজাহাজেই নাকি প্রায় সাত লাখ মানুষ ব্যাগ হারিয়েছেন। আর প্রতিবছর বিশ্বজুড়ে ব্যাগ হারানো ব্যক্তিদের এ সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। ভাগ্যের ফেরে হাতে গোনা যে কয়েকজন ব্যাগ ফিরে পান, সে তালিকায় রয়েছেন মার্কিন নাগরিক এপ্রিল গাভিনও। হারিয়ে যাওয়া ব্যাগ চার বছর পর ফিরে পেয়েছেন তিনি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

২০১৮ সাল। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বাসিন্দা গাভিন ব্যবসায়ের কাজে শিকাগো শহরে গিয়েছিলেন। কাজ শেষে ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বাড়ি ফিরছিলেন। তবে উড়োজাহাজে রাখা নিজের ব্যাগটি আর খুঁজে পাননি তিনি। এরপর মাসের পর মাস ব্যাগের খোঁজ চালিয়েছিলেন গাভিন। তবে বিফল হন। বিষয়টির কূলকিনারা করতে পারেনি ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষও। সবশেষে ব্যাগটির বিনিময়ে তারা গাভিনকে কিছু ক্ষতিপূরণ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন