You have reached your daily news limit

Please log in to continue


সন্ত্রাসীর অন্দরমহল : পিচ্চি হান্নানের পরিচয় দেন না ভাইয়েরা

বাবার কাঁচামালের ব্যবসায় সহায়তা করতে ঢাকায় আসা। চাঁদপুরের ছোটখাটো গড়নের সেই আবদুল হান্নানই একসময় হয়ে ওঠেন ত্রাস, দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান। অপরাধের মাধ্যমে আয় করেন বিপুল অর্থসম্পদ। ঢাকার অপরাধজগতে সুব্রত বাইনদের সেভেন স্টার গ্রুপের প্রতিপক্ষ ফাইভ স্টার গ্রুপের অন্যতম সদস্য।

তৎকালীন চারদলীয় জোট সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৩ জুন উত্তরায় অল্পের জন্য র‍্যাবের হাত থেকে ফসকে গেলেও ২৬ জুন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ২১টি হত্যা মামলার এই আসামি। একসময় তাঁর জানাশোনা ছিল অনেকের সঙ্গে, আশপাশেও ছিলেন অনেকে। এখন মা, দুই বোন, ভগ্নিপতি, ভাগনে-ভাগনি ছাড়া আপন ভাইয়েরাও তাঁর পরিচয় দিতে চান না। মা-বোনদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেন না তাঁর দুই স্ত্রী, সন্তানেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন