You have reached your daily news limit

Please log in to continue


একটি মর্মান্তিক মৃত্যু, সড়ক দুর্ঘটনা রোধ করা কি অসম্ভব?

দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেহেতু ভয়াবহ আকার ধারণ করেছে, সেহেতু প্রতিদিনই আমাদের এ বিষয়ে নানা খবর শুনতে হচ্ছে। এ পরিস্থিতির মধ্যেও কিছুদিন পরপর সড়কে এমন কিছু দুর্ঘটনা ঘটে, যা আমাদের বিশেষভাবে আলোড়িত করে।

শুক্রবার রাজধানীর শাহবাগে এমনই একটি দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, মোটরসাইকেল আরোহী এক নারী যাত্রী একটি প্রাইভেট কারের ধাক্কায় পড়ে যান। পড়ার পর ওই নারীর পোশাক প্রাইভেট কারের সঙ্গে আটকে যায়। এরপর গাড়িচালক ওই নারীকে টেনেহিচঁড়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ওই নারী যাত্রী গাড়িটির দুই চাকার মাঝখানে ঝুলে রয়েছেন। এ অবস্থায় চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। এতে বোঝা যায় তিনি কতটা মানবিক মূল্যবোধহীন। পথচারী ও আশপাশের লোকজন তাড়া করে একপর্যায়ে গাড়িচালককে আটক করতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে গাড়িটিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গেছেন ওই চালক। গাড়ির নিচ থেকে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন