You have reached your daily news limit

Please log in to continue


সবার আগে খাদ্যনিরাপত্তা

এ মুহূর্তে সরকারের সামনে অবশ্যকরণীয় কাজ কী, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে-এ প্রশ্নের জবাব অনেক। তেল-গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা, ডলারের সরবরাহ নিয়মিত রাখা, ভর্তুকিতে খাদ্য প্রদান, মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা, শিল্প উৎপাদন অব্যাহত রাখা, কর-রাজস্ব বৃদ্ধি করা, আমদানি সংকুচিত রাখা, রপ্তানি বাড়ানো, প্রবাসী আয় বাড়ানো, ঋণ সরবরাহ সীমিত রাখা, ব্যাংক আমানত প্রবাহ বাড়ানো ইত্যাদি।

কোনটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, কোনটা পরে-নিশ্চিতভাবেই এটা এক বড় সমস্যা। একটা করলে আরেকটা পেছনে পড়ে যায়, যা সম্ভব নয়। আবার অনেকগুলো কাজ একযোগে করণীয়। আরও রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী মিতব্যয়ী হওয়া, সঞ্চয়ী হওয়া, বাজে খরচ হ্রাস করা। আমার কাছে সবই গুরুত্বপূর্ণ কাজ।

তবুও আমার মনে হয় সরকারের সামনে অবশ্যকরণীয় কাজ তিনটি-এক. খাদ্যনিরাপত্তা, দুই. খাদ্যনিরাপত্তা এবং তিন. খাদ্যনিরাপত্তা। অর্থাৎ খাদ্যনিরাপত্তাই মূল লক্ষ্য হওয়া উচিত। শত হোক পেট ভরা থাকতে হবে। অভুক্ত থাকা যাবে না। উপস থাকা যাবে না। এটা শুধু এ মুহূর্তের কাজ নয়, বরাবরের কাজ। অত্যন্ত জরুরি কাজ। চাল আমাদের লাগবেই। ভাত আমাদের লাগবেই। সব উন্নয়ন ও কর্মকাণ্ডের সর্বাগ্রের কথা ‘পেটে ভাত’। যদি মরিচ-লবণ দিয়ে খেতে হয়, হবে-খাদ্য দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন