You have reached your daily news limit

Please log in to continue


প্রবৃদ্ধিকে উপহাস করছে দারিদ্র্য

আত্মতুষ্টির ঢেকুর তুলতে উন্নয়ন সমীক্ষা সমীকরণে গুণগতমানের বাছ-বিচারের পরিবর্তে কীভাবে বছর বছর অর্থনীতিকে মোটাতাজা (প্রবৃদ্ধি) দেখানো যায় সে নিয়ে তর্ক-বিতর্ক বিস্তর চলে। কয়েক দিন ধরে পর্যালোচনাকারীদের মুখে ছাই দিয়ে ‘করোনাকালেও জিডিপির চমকপ্রদ প্রবৃদ্ধি, রেভিনিউ আর্নিং বেগবান হয়েছে’ ইত্যাদি নিয়ে ট্রেজারি ও চিন্তা চৌবাচ্চার (থিঙক ট্যাঙক) মধ্যে দড়ি টানাটানি চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এতে স্বয়ং উন্নয়ন অর্থনীতিরই বিব্রত হচ্ছে।

এটা ঠিক বাংলাদেশের পরিসংখ্যান দপ্তর গত অর্ধযুগ ধরে মোটা দাগের পাঁচ পাঁচটি প্রকল্প বাস্তবায়নেই আছেকীভাবে জিডিপির প্রবৃদ্ধির ঊর্ধ্বগামিতা সত্যায়ন শনাক্ত করা যায়। ২০১৯-২০-এর এডিপিতেই ছিল এসব প্রকল্প(১) ডেটা কনভারশন, মেটা ডেটা প্রিপারেশন অ্যান্ড টাইম সিরিজ ডেটা কম্পাইলেশন, (২) সার্ভেইস অ্যান্ড স্টাডিজ রিলেটিং টু জিডিপি রিবেসিং ২০১৫-১৬, (৩) ইম্প্রুভিং অব জিডিপি কম্পাইলেশন অ্যান্ড রিবেসিং অব ইনডিসেস প্রজেক্ট, (৪) ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্টেটেস্টিকস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট (এনএসডিএস), (৫) মডার্নাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্টাস্টিকস প্রজেক্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন