ভিডিও এডিটিংয়ের কাজকে আরো সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্লাটফর্ম প্রজেক্ট ব্লিংক চালু করেছে অ্যাডোবি। এটি ভিন্ন ভিন্ন শব্দ, বস্তু, এমনকি মানুষের অভিব্যক্তিকেও চিহ্নিত করতে পারবে। এআইটি কার্যত ভিডিও এডিটরের হাতে একটি ওয়ার্ড প্রসেসিং ইন্টারফেস দিচ্ছে বলে প্রকাশিত খবরে জানিয়েছে সিনেট।
বিবৃতিতে অ্যাডোবি জানায়, যেহেতু আমাদের প্রযুক্তি ভিডিওর কনটেন্টকে টেক্সটনির্ভর সার্চযোগ্য ট্রান্সক্রিপ্টে পরিণত করে, তাই এটি ভিডিও এডিটরদের টেক্সট ডকুমেন্ট এডিট করার মতো একই প্রক্রিয়ায় ভিডিও এডিট করতে দেবে।
সম্প্রতি ফটোগ্রাফার, ভিডিও এডিটর ও ইলাস্ট্রেটরসহ সৃজনশীল পেশাজীবীদের বার্ষিক আয়োজন ম্যাক্স সম্মেলনের স্নিক্স সেশনে প্রোজেক্ট ব্লিংক দেখিয়েছে অ্যাডোবি। ক্লাউড প্লাটফর্মটির কার্যক্ষমতা যাচাই করার জন্য ভিডিও আপলোড করতে হবে আগ্রহী ব্যবহারকারীকেই।