You have reached your daily news limit

Please log in to continue


ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা ইরানের, নিহত ৯

ইরাকের কুর্দিশ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড। হামলায় ইরাকে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী ছিলেন।

বৃহস্পতিবারের সকালের দিকে প্রদেশের এরবিল ও সুলাইমানিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের কুর্দিশ প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজানশি।


আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বারাজানশি।

ইরাকের কুর্দি প্রদেশের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রদেশের ১০টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রেভোলুশনারি গার্ড।

কুর্দিস্তান বেশ কিছু অংশ ইরান ও বাকি অংশ সীমান্তবর্তী ইরাকে পড়েছে। তবে এই অঞ্চলটি বরাবরই স্বাধীনতাকামী এবং ইরান ও ইরাকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি চায়। কোমালা নামের একটি রাজনৈতিক গোষ্ঠী সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন