স্বাধীনতা বিরোধী শক্তি যত দিন থাকবে তত দিন সংঘাত-অশান্তির অবসান হবে না: ইনু

সমকাল প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি যত দিন রাজনীতির মাঠে থাকবে, তত দিন দেশের রাজনীতির অস্থিরতা-সংঘর্ষ-সংঘাত-অশান্তির অবসান হবে না। তিনি বলেন, বাংলা-বাঙালি-বাংলাদেশ-মুক্তিযুদ্ধ-স্বাধীনতার বিপক্ষের অপশক্তি ও বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রুদের রাজনৈতিকভাবে পরাজিত-দমন-ধ্বংস করেই রাজনীতি ও সমাজে স্থায়ী শান্তি অর্জন করতে হবে।


শনিবার সকালে ফেনীতে অনুষ্ঠিত জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে শহরের ট্রাংক রোডের একটি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।


ইনু বলেন, দেশের রাজনীতির বর্তমান অস্থিরতা, সংঘাত ও সংঘর্ষ নতুন নয়, এটা '৫২, '৭১ ও '৭৫-এর পুরাতন বিরোধের বহিঃপ্রকাশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us