কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ, শেষ সময়ে দ্বন্দ্বে দুই পক্ষ

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৩

আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য নেতৃত্বাধীন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। মাস দুয়েকের মধ্যেই সম্মেলনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটির নতুন নেতৃত্ব আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে ‘শেষ সময়ে’ এসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সংগঠনের সম্মেলনপ্রত্যাশী একটি অংশের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দুই পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ।


ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান ও সাধারণ সম্পাদক লেখকের সঙ্গে সম্মেলনপ্রত্যাশী পক্ষের নেতাদের এই দ্বন্দ্ব সম্প্রতি আলোচনার কেন্দ্রে আসে এক অভিযোগপত্রের মাধ্যমে। আল নাহিয়ান ও লেখকের ‘অনিয়মের’ তালিকা তৈরি করে তা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন সম্মেলনপ্রত্যাশীরা। তবে শেষপর্যন্ত তাঁরা অভিযোগপত্রটি জমা দিতে পারেননি। ওই অভিযোগপত্রের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জন্য আল নাহিয়ান ও লেখক সম্মেলনপ্রত্যাশীদের কড়া সমালোচনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us