You have reached your daily news limit

Please log in to continue


হেরাতের মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৮, আহত ২৩

আফগানিস্তানের হেরাতের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক প্রভাবশালী ধর্মীয় নেতাও রয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৩ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের অন্যতম বৃহত্তম মসজিদ গাজারগাহ মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ওই প্রভাবশালী ধর্মীয় নেতার নাম মুজিবুল রহমান আনসারি। 


এএফপি এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮ এবং আহতের সংখ্যা ২৩ জানালেও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে বলেছে, এই বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০০ জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয়। 


হেরাতের গভর্নর হামিদুল্লাহ মুতাওয়াক্কিল বলেছেন, ‘এ ঘটনায় ১৮ জন শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন।’ ঘটনার পরপরই তালেবান সৈনিকেরা ঘটনাস্থলের চারপাশের রাস্তা আটকে দিয়ে উদ্ধার তৎপরতা এবং তল্লাশি শুরু করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন