You have reached your daily news limit

Please log in to continue


এই যুদ্ধে জিতবে কে

শেষ বিচারে ব্যাপারটা ক্ষমতারই। মানুষ ক্ষমতা চায়। ক্ষমতাহীন হলে তাকে হতাশায় পায়। আর হতাশা যত বাড়ে ততই বৃদ্ধি ঘটে ক্ষমতাহীনতার বোধের।

তখনই বোধ হয় তার চিন্তায় আসে আত্মহত্যার কথা। আর যার ক্ষমতা আছে সে ক্ষমতা দেখায়। ক্ষমতা প্রয়োগ করে। এমনকি হত্যাও করে মানুষকে। আমেরিকায় বন্দুকধারীরা ক্ষমতাবান, ক্ষমতা প্রদর্শন করে জানিয়ে দিতে চায় যে তারা আর যাই হোক না কেন, ক্ষমতাহীন নয়।

বন্দুক সেখানে আর পাঁচটা সওদাপাতির মতোই দোকান থেকে কেনা যায় এবং সেটা নাকি দরকার পড়ে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্যই। তাই যত বেশি হত্যাকাণ্ড, বন্দুকের তত বেশি আবশ্যকতা, যুক্তি এই রকমেরই। সে জন্য বন্দুক কেনাবেচার ওপর নিয়ন্ত্রণের আইন জারি করা দুঃসাধ্য। পেছনে অবশ্য অন্য এক ঘটনাও আছে। সেটা হলো বন্দুক প্রস্তুতকারকদের বাণিজ্যিক স্বার্থ। সেটাই প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন