You have reached your daily news limit

Please log in to continue


সত্যিই কি ফুরিয়ে আসছে দেশের গ্যাস

গত দুই দশকে দেশের নিজস্ব গ্যাসসম্পদ সম্পর্কে দুটি বক্তব্য খুব সস্তা জনপ্রিয়তা পেয়েছে। এর প্রথমটি হচ্ছে, ‘দেশ গ্যাসের ওপর ভাসছে’। আর দ্বিতীয়টি, ‘দেশে গ্যাসের মজুত ফুরিয়ে এসেছে’।

প্রথম উক্তিটি করেছিলেন ২০০১-০২ সালে, তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। নিরেট বিচারে এটি হয়তো অতিশয়োক্তি। তা ছাড়া, তখন গ্যাস রপ্তানির একটি প্রসঙ্গও ছিল। ফলে উক্তিটি বেশ সমালোচিতও হয়ে আসছে। কিন্তু মনে রাখা দরকার, অর্থমন্ত্রীর মতো দায়িত্বশীল রাষ্ট্রীয় পদে থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া সাধারণত এ রকম উক্তি করেন না। তাহলে কী তথ্য ছিল তাঁর কাছে?

এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করা যায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং আমাদের পেট্রোবাংলার যৌথ উদ্যোগে করা একটি সমীক্ষার কথা। যাতে বলা হয়, বাংলাদেশে ৫০ শতাংশ সম্ভাবনায় অনাবিষ্কৃত গ্যাস মজুত ৩২ দশমিক ৫ টিসিএফ। এর মধ্যে ৮ দশমিক ৫ টিসিএফ পাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন