You have reached your daily news limit

Please log in to continue


আলজেরিয়ায় দাবানলে মৃত ৩০, ব্যাপক ক্ষতি

সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন তিউনিশিয়ার সীমান্তে এল টার্ফে। আলজেরিয়ার সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, দাবানলের গ্রাসে পড়ে ৩০ জন মারা গেছেন, ১৬১ জন আহত। তার মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা কী বলছেন? আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিভি-তে বলেছেন, বিভিন্ন জায়গায় ১০৬টি দাবানল লেগেছে। গত অগাস্ট থেকে আলজেরিয়ায় একের পর এক দাবানল লাগছে। তবে তিনি এই অভিযোগও করেছেন, কিছু জায়গায় অজানা মানুষ আগুন লাগিয়েছে। আলজেরিয়ার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এল টার্ফে গেছিলেন। তিনি ক্ষয়ক্ষতি দেখেন। তিনি নির্দেশ দিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বশক্তি দিয়ে সব বিভাগকে ঝাঁপাতে হবে। প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ টেববৌন গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।

বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ সুদান আফ্রিকার দেশ সুদানে বছরজুড়েই গরম থাকে৷ এমনকি, বৃষ্টির মধ্যে সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে৷ মরুর দেশ সুদানে গড় তাপমাত্রা থাকে ৫২ ডিগ্রি৷ একেবারে কম বৃষ্টিপাত হওয়ায় গরমে বেশি নাভিশ্বাস উঠে৷ বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ ওমান আরবের ধনী দেশ ওমান৷ অতি উষ্ণ দেশ হিসাবেও এটি আছে প্রথম সারিতে৷ বছরের পাঁচ থেকে ছয় মাস এখানে তাপমাত্রা ৫০-৫৩ ডিগ্রি সেলসিয়াস থাকে৷

দেশটির বেশির ভাগ জায়গাই এয়ার-কন্ডিশনড৷ বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ ইরাক যুদ্ধের বাইরে অন্য অনেক সমস্যা মোকাবেলা করে ইরাক৷ এর মধ্যে একটি বড় সমস্যা অধিক তাপমাত্রা৷ গরমের দিনে এখানকার তাপমাত্রা ৪৮ ডিগ্রি থেকে শুরু করে ৫৪ ডিগ্রিতে ছাড়িয়ে যায়৷ উত্তরের পর্বত এলাকায় বরফ পড়লেও পুরো দেশে তাপমাত্রা থাকে অসহনীয়৷ বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ ভারত বহু রকম আবহাওয়া প্রত্যক্ষ করা হয় ভারতে৷ দেশটির হিমালয় এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে৷ আর রাজস্থানের মতো মরু এলাকায় তাপমাত্রা উঠে ৪৮ ডিগ্রি পর্যন্ত৷

বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ মেক্সিকো গ্রীষ্মে মধ্য অ্যামেরিকার দেশ মেক্সিকোতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে৷ এমন তাপমাত্রার মধ্যও মেক্সিকোর কয়েকটি সমুদ্র সৈকত পৃথিবী অন্যতম শীর্ষ পর্যটক গন্তব্য৷ বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ মালয়েশিয়া ১৩টি রাজ্য ও তিনটি প্রজাতান্ত্রিক এলাকা নিয়ে গঠিত পূর্ব-এশিয়ার দেশ মালয়েশিয়া৷ দেশটির তাপমাত্রায় নানাবিধ পরিস্থিতি লক্ষ্য করা যায়৷ সারাবছর এখানে তাপমাত্রা থাকে ২৫-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ আর কোনো কোনো সময় এটা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে৷ বিশ্বের অতি উষ্ণ ১০ দেশ আলজেরিয়া উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার আবহাওয়া বিচিত্র রকম৷ এখানে যেমন ভয়াবহ উষ্ণ দিন হয়, তেমনি সবচেয়ে ঠাণ্ডা রাত পাওয়া যায়৷ মৃদু বৃষ্টিপাতের দেশটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে৷ শীতকালে আলজেরিয়ায় গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন