You have reached your daily news limit

Please log in to continue


নাটকের পরিবর্তনটাও খুব স্বাভাবিক বিষয়

বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা, লেখক ও পরিচালক বৃন্দাবন দাস। বাংলা টেলিভিশন নাটকের ধারা পরিবর্তনে তার ভূমিকা অপরিসীম। হাড়কিপটে, সাকিন সারিসুরি, ঘর কুটুম, পিতা বনাম পুত্র গং নামের শতাধিক নাটক ও ধারাবাহিক নাটকের রচয়িতা তিনি। নাট্যজগৎ আর ব্যক্তিজীবন নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন বৃন্দাবন দাস। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী

বাংলা নাটক বর্তমান সময়ে কেমন করছে বলে মনে করেন?

বাংলা নাটক বলতে আমরা বুঝি টেলিভিশন নাটককে। এটা ভালোমন্দ সব মিলিয়েই রয়েছে। কারণ বিনোদনের নানা মাধ্যম আসার কারণে মানুষের রুচির পরিবর্তন এসেছে। হয়তো এ কারণেই আগে যে গল্পের নাটকগুলো মানুষের ভালো লাগত এখন সেগুলো আগের মতো আর শক্ত অবস্থানে নেই। এখনকার তরুণরা ওই নাটকগুলো খুব বেশি দেখছেন না। তাই হয়তো আমরা বলি বর্তমানে নাটকের সুদিন নেই। অন্যদিকে বলা যায়, নাটক নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। ভিন্ন ধারার নাটক নির্মাণ করা হচ্ছে এখন। সে হিসেবে বলা যায়, এখন অনেক ভালো কাজ হচ্ছে। দর্শকের চাহিদার সঙ্গে বিনোদনের কমার্শিয়াল ব্যাপারটা নানাভাবে পরিবর্তন আসছে। সব জায়গায় তো পরিবর্তন এসেছে। নাটকের পরিবর্তনটাও খুব স্বাভাবিক বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন