You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাদ, স্বৈরাচার ও পিতৃতন্ত্র

আমাদের বিদ্যমান ব্যবস্থাটা এ রকমেরই যে স্বৈরাচারীরা অতি সহজে পার পেয়ে যায় এবং পুনর্বাসিত হয়। হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে ঠিকই, কিন্তু লোকটি আবার ফেরতও আসেন। তাঁর জেল হয়, কিন্তু লোকটির আসল যে দুটি অপরাধ, সেই দুটির কোনোটিরই বিচার হয় না।

মস্ত বড় অপরাধ ছিল রাষ্ট্রক্ষমতা জবরদখল করা। সেটি নির্জলা রাষ্ট্রদ্রোহ। তার বিচার না করে আলতু-ফালতু সব অপরাধ নিয়ে টানাটানি করা হয়। এরশাদের দ্বিতীয় অপরাধ মঞ্জুর হত্যায় তাঁর সংশ্লিষ্টতা। এই অপরাধটির জন্য তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। আদালতের আদেশে তদন্ত হয়েছে, কিন্তু তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলো না; পুনঃ তদন্ত, তারপরে আবার তদন্ত, বিচারক বদলি—এভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে তিনি নির্বিচারে পরলোকে চলে গেলেন। রাষ্ট্র উদাসীন—এমন কথা কেউ বলতে পারবে না, কিন্তু প্রয়োজনমাফিক সে উদাসীন হতে জানে বৈকি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন