You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘায়িত ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক ঝুঁকি

এ বছরের ২৪ ফেব্রুয়ারিতে যখন রাশিয়ান সেনাবাহিনী অনেকটা অপ্রত্যাশিত ও অতর্কিতভাবে তিন দিক থেকে ইউক্রেন আক্রমণ করে বসে, তখন সমরবিদরা ভেবেছিলেন, যুদ্ধটি বড়জোর এক বা দুই সপ্তাহ চলবে। এর মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় হয়তো একটা সাময়িক যুদ্ধবিরতি হবে এবং পরবর্তীকালে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তিতে আবদ্ধ হতে পারবে। কিন্তু বাস্তবে যুদ্ধের ব্যাপকতা ও ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে; শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়ে যাচ্ছে সুদূর পরাহত।

যুদ্ধের প্রারম্ভেই প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করলেন, এটা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নয়- 'বিশেষ সামরিক অভিযান' মাত্র। উদ্দেশ্য হলো, জেলেনস্কি সরকার হটিয়ে ইউক্রেনে মস্কোপন্থি সরকার প্রতিষ্ঠা করা, যারা ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না। বস্তুত, জেলেনস্কি বারবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশের মাধ্যমে রাশিয়ার ভাষায় 'লোহিত রেখা' অতিক্রম করে গিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন