You have reached your daily news limit

Please log in to continue


শ্রীলঙ্কায় বিক্ষোভের নেতৃত্বে থাকা ধানিজ আলী গ্রেপ্তার

আর্থিক দুর্দশার জন্য দায়ী সরকারের বিরুদ্ধে শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে চলা বিক্ষোভের নেতৃত্বে থাকা ব্যক্তিদের একজন ধানিজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর পুলিশের বরাতে জানিয়েছে, বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইগামী একটি ফ্লাইট থেকে ধানিজ আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, ধানিজ দেশত্যাগের চেষ্টা করলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ধানিজ আলীর বিরুদ্ধে গত ১৩ জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রুপাভিহিনি করপোরেশনে ঢুকে সম্প্রচার বন্ধের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কলম্বোয় গলে ফেসে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ধানিজের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ধানিজকে গ্রেপ্তারের ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।

তাতে দেখা যাচ্ছে, উড়োজাহাজে বসে থাকা ধানিজ আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন সিআইডি কর্মকর্তারা। এ সময় উড়োজাহাজে থাকা অন্য যাত্রীরা ধানিজ আলীকে গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন