বিজেপি-মমতা সম্পর্কে কি নতুন বাঁক

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৫:৩১

রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাওয়ার পরে আর দুই সপ্তাহের মধ্যে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বেশ কয়েক মাসের প্রস্তুতির অবশ্যম্ভাবী অঙ্গ হলো কোন দল কাকে সমর্থন দিচ্ছে, সেটা বোঝা।


এই সময়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে মন্তব্য করেছেন, বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আল্ভাকে তৃণমূল সমর্থন দিচ্ছে না। বিজেপি–সমর্থিত প্রার্থী জগদীপ ধনখড়কেও সমর্থন দেবে না তাঁর দল।


বৃহস্পতিবারই শহীদ দিবসের অনুষ্ঠানে মমতা কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেও, এ–ও পরিষ্কার করে দেন যে বিজেপিবিরোধী ১৭-দলীয় জোটের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক আর নেই। তাঁর কথায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তখন সবাই এমনিতেই এক হয়ে যাবে। অর্থাৎ, আপাতত কোনো বিজেপিবিরোধী জোট ভারতে করার প্রয়োজন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us