You have reached your daily news limit

Please log in to continue


ভিক্ষুক-পাগলও যে দেশে কোটিপতি!

মাত্র কয়েক দিন আগে মতিয়ার রহমান নামে এক কোটিপতি ‘আন্তর্জাতিক ভিক্ষুক’ আলোচিত হয়ে ওঠেন। গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ভাটপাড়ার বাসিন্দা মতিয়ার ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে ভিক্ষা করে কোটিপতি হয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সম্প্রতি তিনি হজের নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার সময় পুলিশের হাতে গ্রেফতার হন।

মতিউর রহমান একসময় ‘মন্টু ডাকাত’ নামে এলাকায় পরিচিত ছিলেন। বোমা বানাতে গিয়ে দুই হাত হারান তিনি। পরে পেশা বদলে বনে যান ‘আন্তর্জাতিক ভিক্ষুক’। এই ভিক্ষাবৃত্তি করেই মেহেরপুরে গাংনীতে গড়ে তুলেছেন বিপুল সম্পদ।

মতিয়ার রহমানের পর এবার এক কোটিপতি ‘পাগল’ বা ভবঘুরে ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে। তিনি কখনো স্থানীয় বাজারের প্রবেশপথে বসতেন। আবার কখনো ঘুরতেন মাজারে মাজারে। পথচারী বা মাজারে আসা ভক্তরা টাকা দিতেন; আবার কখনো নিজেও চেয়ে নিতেন। কুমিল্লার আমির হোসেন মুন্সি ওরফে ‘বিষু পাগলা’ সম্প্রতি মারা গেছেন। মৃত্যুর পর তার বাড়িতে ২ কোটি ৪৫ লাখ টাকা, ৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন