You have reached your daily news limit

Please log in to continue


চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বিএনপি : শাজাহান খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, 'বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা,  তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ' 

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, 'যাচাই-বাছাই কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোনো টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবেন। ' 

এ আয়োজনে পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন