আমেরিকার ‘আগ্নেয়াস্ত্র–অতিমারি’ নিয়ন্ত্রণে আসবে কবে

প্রথম আলো হাসান ইমাম প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১১:২৫

২০২২ সালের ২৫ জুন। আমেরিকার ইতিহাসে দিনটি বিশেষভাবে উল্লেখ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামও আগামী দিনগুলোতে বিশেষভাবে উচ্চারিত হবে।


বন্দুকের ‘অবাধ’ ব্যবহারে অন্তত কিছুটা রাশ টেনে ধরতে পারলেন বাইডেন। তাঁর সইয়ের মধ্য দিয়ে ওই দিন আইনে পরিণত হলো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটি, তিন দশক ধরে যেটি করা সম্ভব হচ্ছিল না।


বন্দুকের বিতর্ক


মার্কিন জনপরিসরসহ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ স্যান্ডি হুক, বাফেলো, ইউভ্যালদে, গান কন্ট্রোল...। বন্দুক-সহিংসতা (গান ভায়োলেন্স) থেকে নিস্তার পাওয়ার আর্তি, আহ্বান। বিষয়টি নিয়ে রাজপথও উত্তাল হয়ে ওঠে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে সরব মার্কিনিদের প্রতি সমর্থন জানান স্বয়ং প্রেসিডেন্ট। সুতরাং ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদেরও বড় অ্যাজেন্ডা হয়ে ওঠে ‘গান কন্ট্রোল’।


আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের জনপরিসর থেকে আইনসভার অন্দর—এই প্রথম আলোড়িত, তা অবশ্য নয়। এ দফায় বিষয়টি সামনে আসে ইউভ্যালদের রব এলিমেন্টারি স্কুলের মর্মন্তুদ ঘটনার পটভূমিতে। ২৪ মে সালভাদর রামোস নামের এক তরুণের বন্দুক হামলায় একলপ্তে ঝরে যায় স্কুলটির ১৯ শিশুর প্রাণ। বেঘোরে মারা পড়েন দুজন শিক্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us