You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা সেতু কি বিএনপির জন্য আনন্দময় কিছু নয়?

সম্প্রতি আমার কম্পিউটারের হার্ডডিস্ক ক্র্যাশ করেছে। অনেক অভিজ্ঞদের কাছে পাঠিয়েও ফাইল উদ্ধার করতে পারিনি। এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল। তার মধ্যে ছিল গত প্রায় পঁচিশ বছরে পত্রিকায় প্রকাশিত আমার অধিকাংশ কলাম। অগত্যা, গুগল ড্রাইভ ও বিভিন্ন পেনড্রাইভ ঘেঁটে কিছু লেখা উদ্ধার করতে পেরেছি। তাতে দেখেছি, গত বিশ বছরে বিভিন্ন সময় বিএনপির দুর্গত দশা নিয়ে আমার অনেক লেখা প্রকাশ পেয়েছিল। সেখানে প্রাধান্য পেয়েছে বিএনপি নেতাদের রাজনৈতিক অদূরদর্শিতার কথা, যা বিএনপি দলটিকে মাঝে মধ্যেই ব্যাকফুটে ফেলে দিত। আবার দেখা গেছে, একই ভুল বিএনপি বারবার করেছে। অনেক লেখায় এমন কথা রয়েছে, দলের প্রতি অনুগত দেশজুড়ে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন, কিন্তু সেই শক্তি কাজে লাগাতে পারছেন না অদূরদর্শী নেতারা। দলটি জনসমর্থনের শক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার বদলে বারবার অন্ধকার পথে ক্ষমতায় আসার চেষ্টা করেছে। অবশ্য এসবই আমার অনুভব। বিজ্ঞ রাজনীতিকরা এসব লেখা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন মনে করেন না। তারা তাদের পথেই হাঁটেন। আর আমরা আমাদের উপলব্ধি থেকে দায়িত্ব পালন করতে থাকি।

পদ্মা সেতু নিয়ে পূর্বাপর বিএনপি নেতাদের ভাষ্য-মন্তব্য দেখা ও শোনার চেষ্টা করেছি। তাতে দায়িত্বশীল বিরোধী দলের মনোভাব প্রকাশ পায়নি। এতে আওয়ামী লীগের কতটা ক্ষতি বা লাভ হয়েছে, দেশের মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছে আর বিএনপি দল হিসাবে কতটা অর্জন করল বা নিজেদের ক্ষতিগ্রস্ত করল, পদ্মা সেতু উদ্বোধন ও বাস্তবায়নের পর সব প্রশ্নেরই সহজ সমাধান মানুষের সামনে চলে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন