You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা সেতুর নাটবল্টু খোলায় যুবক আটক

পদ্মা সেতুর নাটবল্টু খোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. বায়েজিদ (৩১) নামের ওই যুবককে আটক করা হয়েছে। এর আগে সেতুর নাটবল্টু খোলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম (মাসুদ) প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ভিডিওতে যে যুবককে পদ্মা সেতুর নাটবল্টু খুলতে দেখা গেছে, তাঁকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তাঁর নাম মো. বায়েজিদ। তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে আগামীকাল সোমবার সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ সুপার রেজাউল। সিআইডি সূত্রে জানা গেছে, বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি কোথায় থাকেন, কী করেন—সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ওই যুবকের ব্যক্তিগত গাড়ি আছে। সেটা নিয়েই তিনি চলাফেরা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন