You have reached your daily news limit

Please log in to continue


বুদ্ধিজীবীদের মধ্যে ভয় ও প্রলোভন দুটোই আছে

সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষাবিদ ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। ২৩ জুন ৮৭তম জন্মদিন সামনে রেখে সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তাঁর লেখালেখি, শিক্ষকতা ও সম্পাদনা এবং বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট নিয়ে। 

সিরাজুল ইসলাম চৌধুরী: হ্যাঁ, আমি শিক্ষক, লেখক ও সম্পাদক—তিন ভূমিকাতেই দায়িত্ব পালন করেছি। কিন্তু এই তিনের মধ্যে বিচ্ছিন্নতা ছিল না, বিরোধ তো নয়ই। আসলে তিনটি মিলিয়ে একটিই জীবন। সফলতা ও ব্যর্থতার হিসাব করতে পারব না। তিন ক্ষেত্রেই আন্তরিক ছিলাম। তবে নিজেকে আমি মূলত একজন লেখক হিসেবেই দেখি। শিক্ষকতা আমার পেশা; কিন্তু আমি সাহিত্যেরই শিক্ষক ছিলাম। আর পত্রিকা সম্পাদনা আমার সাহিত্যচর্চারই অংশ। সব মিলিয়ে আমার কাজটাকে বলা চলে সাংস্কৃতিক। শিক্ষক হিসেবেও আমার চেষ্টা ছিল শিক্ষার্থীদের সাংস্কৃতিক মানকে উন্নত করতে সাহায্যদান। ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরেও সাহিত্যকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি তার অন্তর্গত ইতিহাসকে বিবেচনায় নিয়ে। শিক্ষার্থীদের ভেতর সংবেদনশীলতা বৃদ্ধিও আমার চেষ্টার মধ্যে ছিল। সে ক্ষেত্রে সাফল্য কতটা অর্জিত হয়েছে বলতে পারব না, তবে নিজেকে আমি মোটেই ব্যর্থ মনে করি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন