You have reached your daily news limit

Please log in to continue


কত লম্বা ঘুষের হাত!

টাকায় কি না হয়! এটা শুধু কথার কথা নয়। টাকা থাকলে অপরাধ করে রেহাই পাওয়া যায়, নিজে অন্যায় করে অন্যকে ফাঁসানো যায়, নির্দোষ মানুষকে জেলে পাঠানো যায়, আরও কত-কী! এতদিন বলা হতো, আইনের হাত অনেক লম্বা। এখন দেখা যাচ্ছে, টাকার হাতও কম লম্বা নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে আইনের হাতের চেয়েও টাকার হাত বেশি লম্বা দেখা যাচ্ছে। কারণ, আইনে জামিন পেয়েও কারাগার থেকে মুক্তিলাভের জন্য টাকা অর্থাৎ ঘুষ না দিলে উপায় নেই।


চট্টগ্রাম কারাগারে বন্দী ও স্বজনদের কাছ থেকে ঘুষ নিয়ে নানা অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সম্প্রতি আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। জামিনে মুক্ত আসামি ও বন্দীদের পার্সেল জমা, মোবাইল ফোনে কথা বলা, বন্দী বেচাকেনা, মোবাইল ফোন ব্যবহারসহ টাকার বিনিময়ে নানা অবৈধ সুবিধা দেওয়ার মতো অপরাধে জড়াচ্ছেন কারা কর্মকর্তা ও রক্ষীরা। ঘুষের টাকার ভাগ পান ঊর্ধ্বতন ব্যক্তিরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন