You have reached your daily news limit

Please log in to continue


বিপদে বোঝাই বন্দরনগরী

চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিনিয়ত আমদানি-রপ্তানি হচ্ছে রাসায়নিক ও বিস্ম্ফোরক দ্রব্য। ২৮ বছর আগে আমদানি হওয়া 'বিপজ্জনক পণ্য'ও পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এখানে আছে জ্বালানি তেলের তিন ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা। আছে ইস্টার্ন রিফাইনারি। আছে ভোজ্যতেল সংরক্ষণের ৮৮টি টার্মিনাল। ব্যবহারের প্রয়োজনে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করতে হয়- এমন শতাধিক শিল্পকারখানাও আছে চট্টগ্রামে। দেশে রাজস্ব আদায়কারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের ল্যাবরেটরিও এই বন্দরনগরে।

আমদানি-রপ্তানির সুবিধার্থে চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে ১৯টি বেসরকারি ডিপো। সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, এসব ডিপোর কোনোটিই গড়ে ওঠেনি নীতিমালা মেনে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণে উদাসীনতা আছে ডিপোগুলোর। স্পর্শকাতর এতগুলো স্থাপনা গড়ে উঠলেও চট্টগ্রামে ফায়ার সার্ভিসের নেই এসব স্থাপনায় রাসায়নিক আগুন নেভানোর সক্ষমতা, যে দুর্বলতা শনিবারের বিএম ডিপোর মারাত্মক অগ্নিকাণ্ডে প্রকাশ হয়ে পড়ল। অনুরূপ দুর্ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হতে পারে চট্টগ্রাম।

বড় বিপদের সংকেত :বন্দরে এর আগে কয়েক দফা বিপজ্জনক পণ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মাসেও বন্দরে রাসায়নিকভর্তি কনটেইনারে আগুন লেগেছে। ২০২০ সালের ১৫ জুলাই বিকেলে ৩ নম্বর শেডে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি সন্ধ্যা ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতভর বন্দরের চেয়ারম্যান ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন। রাত ১০টায় বিকট শব্দে বিস্ম্ফোরণ হয়। দ্রুত ঘটনাস্থল থেকে সরতে গিয়ে একাধিক শীর্ষ কর্মকর্তা আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন