You have reached your daily news limit

Please log in to continue


কিশোর গ্যাংয়ের তাণ্ডব

গাজীপুর শহরের কুনিয়া তারগাছ শিংপাড়ায় কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র হাতে ব্যাপক তাণ্ডবের সচিত্র খবর প্রকাশিত হয়েছে গতকালের যুগান্তরে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে এলাকার চিহ্নিত মাদক কারবারি হাবীব-আরিফের নেতৃত্বে কিশোর গ্যাং কর্তৃক একটি গলিতে অস্ত্রের মুখে গণহারে পোশাক কারখানার শ্রমিকদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইকালে স্থানীয় দুই ব্যক্তি এতে বাধা দেয়। এর জের ধরে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত কিশোর গ্যাং সদস্যরা এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি রাস্তায় যাকে পেয়েছে তাকেই পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। হামলায় আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কাউন্সিলরের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা কিশোর সন্ত্রাসীরা তারই পুত্র সাব্বিরের অনুসারী। এ ব্যাপারে যথাযথ তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।


কেবল গাজীপুর নয়, সারা দেশেই কিশোর সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি শুধু অভিভাবক শ্রেণি নয়, রাষ্ট্রের জন্যও দুর্ভাবনার। যারা কিশোর বয়সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তারা যে একদিন শীর্ষ সন্ত্রাসীর খাতায় নাম লেখাবে না, তার নিশ্চয়তা কী? সমাজদেহে ব্যাপকভাবে এ ক্ষত বিস্তারের আগেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিদের এ ব্যাধি রোধকল্পে এগিয়ে আসা উচিত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন