You have reached your daily news limit

Please log in to continue


শ্রীলংকা আমাদের শঙ্কা নয়, সতর্কতা

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম আলোচিত বিষয় শ্রীলংকার নাজুক পরিস্থিতি। এক দশক আগেও যে দেশটি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আর্থিক দিক, শ্রমদক্ষতা ইত্যাদি সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যমূলক দেশ ছিল, তা বর্তমানে স্বঘোষিত দেউলিয়া। রাজনৈতিক পরিস্থিতিও অভিভাবকহীন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন অতিষ্ঠ। মোদ্দাকথা আধুনিক রাষ্ট্রব্যবস্থার কোনো উপাদানই আজকের শ্রীলংকায় উপস্থিত নেই। শ্রীলংকার এ ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমাদের দেশে দু’রকমের মত চালু হয়েছে। একদল বলছেন, বাংলাদেশের পরিস্থিতিও বছরখানেকের মধ্যেই শ্রীলংকার মতো হয়ে যাবে।

বিপরীতভাবে অপর দল বলছেন, শ্রীলংকার ছিটেফোঁটা ঘটনাও বাংলাদেশে ঘটবে না এবং ঘটার কোনো কারণও নেই। দুটি মতই দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, অর্থনৈতিক বিবেচনায় নয়। আমি মনে করি, এ দুটি চরম মনোভাবের কোনোটিই সমর্থনযোগ্য নয়। প্রকৃত সত্য হলো, বাংলাদেশের সরকার যদি কিছু কিছু বিষয়ে এখনি সাবধানতা অবলম্বন না করে ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে অদূর ভবিষ্যতে শ্রীলংকা হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই শ্রীলংকার দুরবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন