You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা: সমস্যাই দেখি, সমাধান দেখি না

জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুম দেশের বড় শহরগুলোর অধিবাসীদের কাছে কয়েক দশক ধরে এক ধরনের যন্ত্রণায় পরিণত হয়েছে-এমনটা বললে হয়তো অত্যুক্তি হবে না। তবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য তা ইতোমধ্যে এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। একটু ভারি বৃষ্টি হলেই রাজধানীর বেশিরভাগ রাস্তায় কোথাও হাঁটুজল, কোথাও কোমরসমান পানি জমে যায়।

সাগরপাড়ের চট্টগ্রাম তো রীতিমতো সাগরে রূপ নেয়। দুঃখজনকভাবে, এ বছরের বর্ষায়ও নগর দুটির চিত্র ভিন্ন কিছু হচ্ছে না বলে শনিবার সমকালের প্রথম পৃষ্ঠার দুটি প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে '৩ হাজার কোটি টাকা জলে' শিরোনামের প্রতিবেদনেতে বলা হয়েছে, আসন্ন বর্ষায় অল্প সময়ে অতি ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই এ বছরও ডুববে রাজধানী। 'বর্ষা আসে শঙ্কা নিয়ে' শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা ৬০ লাখ চট্টগ্রাম নগরবাসীর জন্য অন্যবারের মতো এবারও চরম আতঙ্কের হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন