You have reached your daily news limit

Please log in to continue


পিকে হালদারের অবিশ্বাস্য দুর্নীতি

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার) ভারতের অর্থসংক্রান্ত কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গে গ্রেফতার করেছে বলে এক খবরে জানা গেছে। পিকে হালদার ক্ষমতার অপব্যবহার ও পদ-পদবি ব্যবহার করে অন্তত পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন এবং সেই টাকার সিংহভাগই বিদেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ যে সত্য, তা নিয়ে সন্দেহের তেমন কোনো অবকাশ নেই। আগে অভিযোগ উঠেছিল, তিনি কানাডায় অর্থ-সম্পদ পাচার করেছেন।


এবার ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তার বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে পাওয়া পিকে হালদারের সম্পদ পাচারের তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দিয়েছিল। এরপর ইডি শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তার বিপুল সম্পত্তির খোঁজ পায়। পাওয়া গেছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ও কয়েকশ বিঘা মূল্যবান সম্পত্তি। বিভিন্ন জেলায় বেআইনি আর্থিক লেনদেন ও ব্যাংক অ্যাকাউন্টেরও হদিস মিলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন