You have reached your daily news limit

Please log in to continue


ডেসটিনি মামলার রায়: প্রতারকদের জন্য সতর্কবার্তা

গ্রাহকের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে আদালত কর্তৃক দণ্ড প্রদানের ঘটনাটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে তাদের জন্য তো বটেই, সংশ্নিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্যও একটা সতর্কবার্তা হতে পারে।

শুক্রবার সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমএলএম ব্যবসার নামে গ্রাহকদের ১৮শ কোটিরও বেশি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ঢাকার একটি আদালতে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে যথাক্রমে ১২ বছর ও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের সঙ্গে একই কোম্পানির আরও ৪৪ জন নানা মেয়াদে সাজা পেয়েছেন। এর পাশাপাশি আসামিদের মোট ২৩শ কোটি টাকার অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন