ভাগনেদের টিকিটবিহীন মামাবাড়ির আবদার

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ০৮ মে ২০২২, ১৮:৫১

‘ভাইগন্যা হইলো মাথার তাজ’—দক্ষিণবঙ্গে এই কথার চল আছে। এখন দিনকাল খারাপ। এখন নিজের ভাগনে মাথার তাজ হলে বউয়ের ভাগনে মহাতাজ। রেল বিভাগের টিটিই (ট্রাভেলিং টিকিট এগজামিনার) মো. শফিকুল ইসলাম মহাতাজের মর্মার্থ ধরতে পারেননি। খোদ রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে পরিচয় দেওয়া তিন–তিনজন যাত্রী বিনা টিকিটে ট্রেনের এসি কেবিনে বসে থাকার ছোট্ট একটা আবদার করেছিলেন।


তিনি সেই আবদারের দরদটা ধরতে পারেননি। ফলে যা হওয়ার তা–ই হয়েছে। তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। এর মধ্য দিয়ে তাবৎ ভাগনে সম্প্রদায়ের জয় হয়েছে। ফেসবুকের বুকের ওপর ‘জয় মামার জয়, জয় ভাগনের জয়’ বলে বিকট দাপাদাপি চলছে। অবশ্য গতকাল রেলমন্ত্রী দাবি করেছেন, তাঁরা তাঁর আত্মীয় নন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us