You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাফতালি বেনেট মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েল সফরের প্রস্তাব দিয়েছেন। দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি জানানো হলেও বাইডেনের সম্ভাব্য সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বেনেটের কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে আল-জাজিরা জানিয়েছে, গতকাল রবিবার বেনেট ও বাইডেনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

জেরুসালেমে সহিংসতা ও উসকানি বন্ধের প্রচেষ্টা সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।  

জেরুসালেমের আল-আকসা মসজিদে সম্প্রতি উত্তেজনা লক্ষ্য করা গেছে। গত ১৫ এপ্রিল থেকে আল-আকসায় ইসরায়েলি বাহিনীর অভিযানের জেরে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া আটক হয়েছেন আরো তিন শতাধিক ফিলিস্তিনি।  

গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ ফিলিস্তিনি আহত হন। আল-আকসা মসজিদে গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় মাথায় গুরুতর আঘাত লাগে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনির। ওই তরুণের পরিবার বলছে, বর্তমানে তিনি কোমায় আছেন। ইসরায়েলি বাহিনীর হামলার শিকার তরুণ ওয়ালিদ আল-শরিফ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন