You have reached your daily news limit

Please log in to continue


সড়ক-মহাসড়কে ডাকাতি: দায় এড়াবেন না, দায়িত্ব নিন

কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ডাকাত ও ছিনতাইকারীর দৌরাত্ম্য চলছে বলে শনিবার সমকালের শীর্ষ প্রতিবেদনে যা বলা হয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট মহাসড়কের ৩০-৩৫টি জায়গায় প্রায়ই ডাকাতি হচ্ছে; মহাসড়কগুলোতে আন্তঃজেলা ডাকাত দলের ১৫-২০টি গ্রুপ এ অপরাধ করে যাচ্ছে- প্রতিবেদনের এমন তথ্য প্রমাণ করে পরিস্থিতি কতটা গুরুতর।

তা ছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির শিকার হয়ে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করেছেন ২৪৮ জন। গত ছয় মাসে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ঘাট এবং এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল থেকে মদনপুরে ১২টি ডাকাতি ও সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো, এ ১৯টি ঘটনার মধ্যে মাত্র আটটিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে; বাকিগুলোতে ভুক্তভোগীরা অভিযোগ দায়েরের আগ্রহই দেখাননি। অনুসন্ধানে জানা গেছে, সংশ্নিষ্ট থানাগুলো সীমানার অজুহাত দেখিয়ে এসব মামলা গ্রহণে শুধু গড়িমসি করে না, অভিযোগকারীকে কখনও কখনও হয়রানিও করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন