You have reached your daily news limit

Please log in to continue


আওয়ামী লীগ কেন সাংস্কৃতিকভাবে ব্যর্থ হলো

আওয়ামী লীগের সাংস্কৃতিকভাবে ব্যর্থ হবার অন্যতম কারণ বৈপরিত্যের রাজনীতি। ষাটের দশক থেকে আওয়ামী লীগ পরিপূর্ণভাবে বাংলার হাজার বছরের সংস্কৃতির ওপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল। যদিও সেভাবে আওয়ামী লীগ তাদের কোনও পলিটিক্যাল লিটারেচারে বিষয়টি কখনও স্পষ্ট করেনি; তারপরেও তাদের রাজনৈতিক গতিপথই স্পষ্ট করে দিয়েছিলো দলটির অবস্থান।

বাঙালির হাজার হাজার বছরের যে সংস্কৃতি দেশটির মানুষের নানান আচরণের সঙ্গে জড়িত– তাকে এগিয়ে নিয়ে, তার সঙ্গে আধুনিকতার যোগ ঘটিয়ে বাংলা ও বাঙালি কনসেপ্টের একটি জাতিরাষ্ট্র তারা গড়ে তুলবে, যার ভেতর এই ভূখণ্ডের সকল মানুষ তার নিজ নিজ আচরণ নিয়ে, এমনকি নতুন কোন আধুনিক আচরণ গ্রহণ করে– নিজের ইচ্ছে মতো বেড়ে উঠতে পারবে। রাষ্ট্র বা সমাজের কেউ তাতে বাধা দেবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন