You have reached your daily news limit

Please log in to continue


বাসচালককে পিটিয়ে হত্যাকারী ‘ডিবি’ সদস্যরা কোথায়?

একদল মানুষ হাইওয়েতে একটি বাস আটকে চালককে পিটিয়ে হত্যা করে চলে গেল। অদ্ভুতভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে কিছুই করতে পারছে না।

২০১৯ সালের এপ্রিলে চট্টগ্রামের শিকলবাহা এলাকায় শ্যামলী পরিবহনের এক বাস চালককে এভাবেই হত্যা করা হয়। সাদা পোশাকে থাকা হত্যাকারীরা নিজেদের গোয়েন্দা পুলিশ দাবি করেন এবং যাত্রী ও বাসের হেলপারের সামনেই চালককে পিটিয়ে হত্যা করেন।

তারা বাসটিতে ইয়াবা আছে বলে দাবি করলেও পুরো গাড়ি তল্লাশি করে কিছুই পাননি।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তারা ইয়াবা খুঁজে না পাওয়ার রাগ চালকের ওপর দেখিয়েছেন, যেন বাসটিতে ইয়াবা না থাকা তার দোষ।

এটা খুব বেশি অবাক করার মতো বিষয় নয় যে, গত ৩ বছরেও এই মামলায় কোনো অগ্রগতি নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কখনো শনাক্ত করা হবে কি না এবং বিচারের মুখোমুখি করা যাবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

হত্যাকারীদের মধ্যে কয়েকজনের হাতে হাতকড়া, ওয়াকিটকি ও পিস্তল ছিল, তারা নিজেরাই নিজেদেরকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন

সবচেয়ে অগ্রহণযোগ্য বিষয় হচ্ছে, ২০১৯ সালের ২২ এপ্রিল এই ঘটনায় কারা জড়িত ছিলেন তাদের খুঁজে বের করতে এত দীর্ঘ সময় লাগা। ওই রাতে কোনো অপারেশনে পুলিশ বাইরে ছিল না—এই দাবির স্বপক্ষে নথি ও সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন