You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের নতুন চ্যালেঞ্জ এনক্রিপ্টেড অ্যাপভিত্তিক অপরাধ

একটি ডাকাতদল প্রায় ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে। এ দলে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ একাধিক মামলায় অভিযুক্তরাও ছিল। গ্রেপ্তার এড়াতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করত। সবশেষ গত বছর ঢাকার দোহার, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকর প্রবাসীদের বাড়ি টার্গেট করে ডাকাতি শুরু করে।

একটি মামলা দায়েরের পর অনুসন্ধানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তারা। তবে কিছুদিন আগে দলটির এক সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।

সিআইডির তদন্ত-সংশ্লিষ্টরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এই ডাকাতদলটি নিজেদের যোগাযোগের মাধ্যম পরিবর্তন করে। সরাসরি সিম ব্যবহার না করে প্রতিটি সদস্যই বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছে। ফলে এ চক্রটিকে একপর্যায়ে শনাক্ত করতে পারলেও তাদেরকে গ্রেপ্তার করতে বেশ চ্যালেঞ্জে পড়তে হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর খিলগাঁও এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন