You have reached your daily news limit

Please log in to continue


পুতিন ক্ষমতা হারানোর অনেক দরজা খুলেছেন

কীভাবে যে একটা নতুন ইতিহাস, নতুন যুগ যুদ্ধের ভেতর দিয়ে সৃষ্টি হবে তা কেউ কখনও বলতে পারেন না। যুদ্ধ অনেকটা জুয়া খেলার মতো, জুয়াড়ি যে হিসাব করে তার জুয়ার দান ধরতে যায়, বাস্তবে কখনোই তা মেলে না। হিটলার বোকা ছিলেন না। কিন্তু ক্ষমতায় অন্ধ হয়ে তিনি এই জুয়া খেলায় নামার পরে পৃথিবীর ইতিহাসের গতি শেষাবধি যেখানে গিয়েছিল; শুরুতে অনেকেই তা বুঝতে পারেননি, হিটলারও পারেননি।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান সফলভাবে বিমান আক্রমণ চালিয়ে আমেরিকার পার্ল হারবার বন্দর প্রায় ধ্বংস করে দেয়। ওই হামলার সফল নায়ক এডমিরাল ইমামোতো তাঁর ডায়েরিতে লিখছেন, “ সফল বোমা হামলার পরে আমার মনে ভয় জেগেছিল, এই বোমা হামলার ভেতর দিয়ে আমরা একটি ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুললাম। এখন এই দৈত্য জাগার পরে এর পরিসমাপ্তি কী ভয়াবহভাবে হবে তা কে জানে?”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন