You have reached your daily news limit

Please log in to continue


নাইজারে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২১ জন নিহত

বৃহস্পতিবার স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানায়, সন্দেহভাজন জিহাদিরা নাইজারে একটি বাস ও একটি ট্রাকে হামলা চালিয়ে বুরকিনা ফাসোর কাছে সমস্যাপূর্ণ টিলাবেরি অঞ্চলে ২১ জনকে হত্যা করেছে।

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের দরিদ্রতম দেশ নাইজার একাধিক ফ্রন্টে চরমপন্থীদের বিরুদ্ধে ল্ড়াই করছে।

নাইজার,বুরকিনা ও মালির বিরোধপূর্ণ অঞ্চল ‘ত্রি সীমানা’ এলাকায় টিলাবেরি অবস্থিত। টিলাবেরিতে আল কায়েদা এবং ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস)-এর সাথে যুক্ত জিহাদি দলগুলোর কার্যক্রম রয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বুরকিনা সীমান্ত থেকে ১০ কিলোমিটার (৬মাইল) দূরে পেটেলকোল সীমান্ত চৌকির কাছে হামলাটি ঘটে।

২০১৭ সাল থেকে হাজার হাজার জিহাদি বিরোধী সেনা মোতায়েন ও জরুরি অবস্থা জারি করা সত্ত্বেও পশ্চিম নাইজার নিয়মিতভাবে ইসলামপন্থী গোষ্ঠীগুলো দ্বারা আক্রান্ত হয়ে আসছে।

এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম বলেছিলেন যে, দেশটির ১২ হাজার সৈন্য জিহাদি বিরোধী অভিযানে সার্বক্ষণিকভাবে জড়িত।

এ মাসের শুরুতে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তেরোদি অঞ্চলে একটি মাইন বিস্ফোরণে ৫ জন সৈন্য নিহত হয়েছে। সেখানে ইম্প্রোভাইজড এক্সপ্লো

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন